Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter

হাসপাতালের স্বাস্থ্য সেবা কার্যক্রম ঃ-

১) সার্বক্ষনিক জরুরী রোগীর চিকিৎসা করা হয়।

২) বহিঃবিভাগে রোগী চিকিৎসা করা হয়।

৩) আন্তঃবিভাগে রোগী চিকিৎসা করা হয়।

৪) গর্ভবতী পরিচর্যা ও প্রসব সেবা প্রদান করা হয়।

৫) দন্তরোগ চিকিৎসা ।

৬) প্যাথলজী কার্যক্রম।

৭) অপারেশান কার্যক্রম।

৮) টিকাদান ও অন্ধত্ব প্রতিরোধ।

৯) ডায়রিয়া নিয়ন্ত্রন।

১০) যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রন।

১১) সেচ্ছায় রক্ত দান কর্মসূচী।

১২) স্বাস্থ্য পরিসংখ্যান।

১৩) এ্যাম্বুলেন্স সার্ভিস।

১৪) স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা।

১৫) জলাতংক ও ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণ।

১৬) আর্সেনিক আক্রান্ত রোগী চিকিৎসা।


মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবা কার্যক্রম ঃ-

১) স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা দান।

২) মা ও শিশু টিকাদান

৩) শিশুদের অন্ধত্ব রোধে ভিটামিন-এ ক্যাপস্যুল বিতরণ।

৪) ডায়রিয়া নিয়ন্ত্রণ।

৫) ভৌগলিক শুদ্ধিকরণ।

৬) জন্ম-মৃত্যু তথ্য সংগ্রহ।

৭) স্বাস্থ্য কেন্দ্রে রোগী রেফার।

৮) মার্তদুগ্ধদানে মায়েদের উদ্বুদ্ধকরণ।

৯) শিশুদের শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ।

১০) যক্ষা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ।

১১) পরিবার পরিকল্পনায় উদ্বুদ্ধকরণ।

১২) নিরাপদ পানি ব্যবহার ও জলাবদ্ধ পায়খানা ব্যবহারে উদ্বুদ্ধকরণ।

১৩) আয়োডিনযুক্ত লবণ ব্যবহারে উদ্বুদ্ধকরণ।

১৪) ম্যালেরিয়া নিয়ন্ত্রণ।

১৫) জলাতংক রোগ প্রতিরোধ।